বার্তা ডেস্ক ॥ বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের সহধর্মিণী লায়লা শামীম আরা মারা গেছেন।
বৃহস্পতিবার ভোরে ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।
বিষয়টি জাহিদ ফারুক শামীম তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। লায়লা দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন। তিনি এক সন্তান ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ মন্ত্রীর মর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪