বার্তা ডেস্ক ॥ পিরোজপুরের নাজিরপুরে নৌকার প্রচারণা শেষে বাড়িতে ফেরার পথে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শনিবার নাজিরপুর থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার রাতে উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব ছৈলাবুনিয়া গ্রামের নাগাসিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওই গৃহবধূ। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, পিরোজপুর-১ আসনের নৌকার প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিমের নির্বাচনী প্রচারণা শেষে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় দক্ষিণ ছৈলাবুনিয়া গ্রামের মৃত গনেশ হালদারের ছেলে উজ্জ্বল হালদার ও একই এলাকার প্রফুল্ল বেপারীর ছেলে পংকজ বেপারীসহ ৪-৫ যুবক তাকে আটকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে এক যুবক এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
অভিযুক্ত উজ্জ্বল ও পংকজ পিরোজপুর-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি এ কে এম এ আউয়ালের কর্মী হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন এ কে এম এ আউয়ালের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশুতোষ বেপারী।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার দুপুরে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪