বার্তা ডেস্ক ॥ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে দেশের ব্যাপক উন্নয়ন হবে এবং দেশ এগিয়ে যাবে। কলম সৈনিকদের মাধ্যমে দিন-রাত ২৪ ঘণ্টা দেশের সব কার্যক্রম ও ভালো-মন্দ সম্পর্কে মানুষ জানতে পারে। সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। দেশের অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকাও অপরিসীম। আমি নিজেও একজন সংবাদকর্মী এবং সাংবাদিকবান্ধব মানুষ।
সোমবার উপজেলার ইন্দুরকানী প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রেস ক্লাব সভাপতি এইচএম ফারুক হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ ম রেজাউল করিম।
এছাড়া তিনি উপজেলার পাড়েরহাট আবাসন, ইন্দুরকানী গুচ্ছগ্রাম, ইন্দুরকানী বাজার, কালাইয়া রাজিয়া রশিদ দাখিল মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, আমাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করলে প্রধানমন্ত্রীর হাত আরও শক্তিশালী হবে এবং পুনরায় সরকার গঠনে এগিয়ে যাবে। এ অঞ্চলের মানুষ শান্তিতে থাকতে চায়, সন্ত্রাসমুক্ত জীবন গড়তে চায়। তার ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাদের পাশে নির্বাচিত এমপি হিসেবে থাকতে চাই।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪