পটুয়াখালীর দুমকিতে ট্রাকসহ চুরির ৬টি গরু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরগরবদী ফেরিঘাট থেকে ট্রাক( ঢাকা মেট্র ঠ ১১- ৪৫৩০) ৬ টি গরু বোঝাইসহ আটক করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলা পাগলার মোড় এলাকার পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের অভিযান চলাকালে পটুয়াখালী থেকে আসা একটি গরু বোঝাই ট্রাককে পুলিশের সন্দেহ হলে থামানোর জন্য বলেন। তাত্ক্ষণিক ড্রাইভার পুলিশ দেখে দ্রুত ট্রাক নিয়ে উল্টো পথে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে পগলার মোড় হয়ে ট্রাকটি দুমকি বাউফল মহাসড়কে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ ট্রাকটিকে ধাওয়া করলে পথিমধ্যে চরগরবদী ফেরীঘাট এলাকায় গরুসহ ট্রাক ফেলে রেখে ড্রাইভার ও চোর চক্র পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকসহ ৬ চোরাই গরু উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান বলেন, ট্রাকটি মূলত পটুয়াখালীর উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলেন পথিমধ্যে পুলিশ দেখে দুমকির রাস্তায় ট্রাক গরু ফেলে রেখে ড্রাইভারসহ চোর চক্র পালিয়ে যান। আমরা গরুসহ ট্রাকটিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪