বার্তা ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, ভেটেরিনারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানব স্বাস্থ্যের সুরক্ষা ও জীববৈচিত্র্য রক্ষায় সব কাজে উপজেলা প্রশাসন পাশে থাকবে। সামনে নির্বাচন গলাচিপাসহ সারাদেশে আতশবাজিসহ আইনবহির্ভূত সব কাজকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিরুৎসাহিত করেছেন। থার্টি ফার্স্ট নাইটে অযথা আতশবাজির জন্য শিশুদের বিভিন্ন সমস্যা হয়। সবাইকে আতশবাজি না ফুটানোর জন্য অনুরোধ করা হয়।
মানববন্ধনে স্থানীয় প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী, বিডি ক্লিন গলাচিপা, অভিযাত্রিক ফাউন্ডেশন গলাচিপা, প্রগতি ফাউন্ডেশন গলাচিপা, রেড ক্রিসেন্ট গলাচিপা এবং উপজেলার বিভিন্ন সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪