বরগুনার তালতলীতে মো. সাইদুর রহমান নামে এক মাদরাসাছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে আতঙ্কে রয়েছেন তার পরিবারের সদস্যরা।
নিখোঁজ সাইদুর রহমান উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী গ্রামের মনির হাওলাদারের ছেলে। সে পার্শ্ববর্তী ছোটবগী মোহাম্মদীয়া দারুসসুন্নাত হাফিজিয়া মাদরাসার ছাত্র।
ওই ঘটনায় নিখোঁজ সাইদুর রহমানের বাবা মনির হাওলাদার গত মঙ্গলবার তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ মো. সাইদুর রহমানের বড় ভাই মো. আসাদুল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে গত সোমবার (২৪ জুন) ছোট ভাই মো. সাইদুর রহমানকে বাড়ি থেকে মাদরাসায় দিয়ে আসি। পরে শুক্রবার তার জন্য খাবার নিয়ে মাদরাসায় গেলে শিক্ষকরা জানায়, সাইদুর মাদরাসায় আসেনি। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বর্তমানে আমাদের পরিবারে আতঙ্ক বিরাজ করছে।
ছোটবগী মোহাম্মদীয়া দারুসসুন্নাত হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মো. ইদ্রিস মিয়া বলেন, ঈদের ছুটির পর আমাদের ছাত্র মো. সাইদুর রহমান এখন পর্যন্ত মাদরাসায় আসেনি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪