বরগুনার তালতলীতে অসহায়,দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে সংরক্ষিত সংসদ সদস্য ফারজানা সুমি।
সোমবার (৮ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি বিতরণ করা হয়। উপহার নিতে সব বয়সী মানুষের সমাগম হয়। তাদের চোখে-মুখে ছিল আনন্দ।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা'র সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য ফারজানা সুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকউজ্জামান তনু।
এ সময় আরও উপস্থিত ছিলেন তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান,তালতলী প্রেসক্লাবের সভাপতি মো.খাইরুল ইসলাম প্রমুখ।
সংসদ সদস্য ফারজানা সুমি বলেন, বিগত দিনের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪