ঝালকাঠির কাঁঠালিয়ায় অপরহন ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মিজানুর রহমান সিকদারকে (৫০) দীর্ঘ ২৭ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে ঝালকাঠি জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতার মিজান কাঁঠালিয়া উপজেলার বড় কাঁঠালিয়া গ্রামের মো: মতি মিয়া সিদকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন সরকার।
মামলা সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সিকদার বরগুনার জেলার বেতাগী গ্রামের আছমা আক্তার নামের এক নারীকে ১৯৯৬ সালে চাকরি দেয়ার নামে ঢাকায় নিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষিতা আছমা বেগম মো: মিজানুরকে আসামি করে বেতাগী থানায় অপহরনের পর ধর্ষণ করার অভিযোগে মামলা করেন। এ মামলায় যাবজ্জীবন সাজা হলেও মিজান বিভিন্ন ছদ্ম নাম ব্যবহার করে দীর্ঘ ২৭ বছর পালিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধায় র্যাব-৮ ও র্যাব-২-এর সহযোগীতায় কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল বরগুনার বামনা উপজেলা থেকে তাকে গ্রেফতার করে।
ওসি বলেন, আছমা বেগম নামের এক নারীকে অপহরন করে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মিজানুর রহমান সিকদারকে আটক করে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪