বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের খুন, হেফাজতের আলেমদের গণহত্যা, সাংবাদিক সাগর-রুনি হত্যা ও নিরপরাধ ছাত্র-জনতাকে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে ঝালকাঠিতে মিছিল ও সমাবেশ হয়েছে।
বুধবার শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহর ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন নেতৃত্বে নেতাকর্মীরা এই মিছিল ও সমাবেশ করেছেন।
এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব অ্যডভোকেট আনিসুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ‘স্বৈরাচার হাসিনা একজন খুনি। তাকে দেশে ফিরিয়ে এনে ১৭ বছরে যতগুলো গুম ও খুন হয়েছে তার বিচার করতে হবে।’
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪