ঝালকাঠিতে বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড করে দেয় পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে বিএনপির জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।এর আগে বিকেলে সেখানে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সমাবেশে সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি মো. এজাজ হাসান, নলছিটি পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামিম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪