ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার সময় দক্ষিণ পিপলিতা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সাকো পাড় হওয়ার সময় মহিবুল্লাহ (৪) নামের শিশু পানিতে পরে যায়। এসময় সুরাইয়া আক্তার (৯) নামের প্রতিবন্ধী এক শিশু তাকে উদ্ধার করার জন্য পানিতে ঝাপ দেয়। সেও ডুবে মারা যায়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে সেখান থেকে তারা বরিশাল নিয়ে যায়। বরিশালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪