ঝালকাঠির রাজাপুরে ১০ পিস ইয়াবাসহ মোঃ নূরে আলম নয়ন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা শহরের বাদুরতলা সড়কের মুখ এলাকার মোটর সাইকেল স্ট্যান্ডের জননী জুয়েলার্স’র সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ নূরে আলম বাইপাস মোড় এলাকার মানিক মোড়লের ছেলে। রাজাপুর থানার ওসি মুঃ আতাউর রহমান জানান, নূরে আলম বাইপাস এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে তার নামে এসআই মহিউদ্দিন বাদি বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়ছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪