জিততে হলে ১৮৭ রান তুলতে হতো মাশরাফী বিন মোর্তজার সিলেট স্ট্রাইকার্সকে। এতো বড় টার্গেট তাড়া করতে হলে শুরুটা হওয়া দরকার উড়ন্ত। কিন্তু সিলেট নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকল শুরু থেকেই। এক তরুণ জাকির হাসান ছাড়া বলার মতো ব্যাটিং করতে পারেনি আর কেউ। যাতে আরেকটা হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সিলেটকে।
তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে আজ ৪৯ রানে হেরেছে সিলেট। চলতি বিপিএলে এ নিয়ে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই হারল সিলেট। অপর দিকে জয় দিয়ে বিপিএল শুরু করা বরিশাল এরপর টানা তিন ম্যাচ হেরেছিল। আজ পঞ্চম ম্যাচ খেলতে নেমে দ্বিতীয় জয় পেল দলটি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪