ভোলার চরফ্যাশনে বিলুপ্তপ্রায় হুতুম পেঁচার বাচ্চা উদ্ধার করা হয়েছে। চরফ্যাশনের উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসার ভবনের পানির ট্যাংকির নিচে ৬টি হুতুম পেঁচার বাচ্চা পাওয়া গেছে। ওই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ওয়াকিল হোসেন চৌধুরী আজ রবিবার সকালে ভবনের ছাদ থেকে পানির ট্যাংকির কোনে ৬টি হুতুম পেঁচার বাচ্চা দেখতে পেয়ে সহপাঠী ছাত্র ছাত্রী ও শিক্ষককে অবহিত করে।
মাদ্রাসার শিক্ষকরা হুতুম পেঁচাকে কোনো রকম ক্ষতি না করতে সবাইকে তাৎক্ষনিক অবগত করে। ধারণা করা হচ্ছে হুতুম পেঁচার মা ভবনের পানির ট্যাংকির নিচে নিরাপদ আশ্রয় হিসেবে বাচ্চা পালনের জায়গা বেছে নিয়েছে।
এ ব্যাপারে ওই মাদরাসার সহকারী শিক্ষক লোকমান হোসেন বলেন, হুতুম পেঁচার ৬টি বাচ্চার খবর শুনে প্রতিষ্ঠানের উৎসুক ছাত্র -ছাত্রী ও এলাকাবাসী এক নজর হুতুম পেঁচা দেখতে ভিড় করছে। মাদ্রাসা কর্তৃপক্ষ হুতুম পেঁচার বাচ্চাগুলো যাতে নিরাপদে থাকে সে বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪