দখল, সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহবায়ক এসএম জাকির হোসেন, সদস্য ফরহাদ শরীফ এবং বিএনপি কর্মী নাজমুল হাসান মিঠুকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চাঁদার দাবিতে টরকীর বন্দরের ব্যবসায়ীকে মারধরের ঘটনায় পৌর বিএনপির আহবায়ক এসএম জাকির হোসেন, পৌর বিএনপির সদস্য ফরহাদ শরীফ, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু ও যুবদল কর্মী সজীব শরীফকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্যবসায়ী এসএম জামিল শিকদার ওরফে মিঠু শিকদার।
এ বিষয়ে বহিষ্কৃত পৌর বিএনপির আহবায়ক ও সাবেক কাউন্সিলর এসএম জাকির হোসেন বলেন, আমি কোনো দিনই চাঁদাবাজির সঙ্গে যুক্ত না। আমার নিজ দলের প্রতিপক্ষরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪