গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ১১৪ জন নিহত এবং ২৪৯ জন আহত হয়েছে। এতে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৫১ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে আরো ৬৫ হাজার ৬৩৬ জন। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে
এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে।
ইসরায়েলি সেনাবাহিনী উদ্ধারকারীদের তাদের কাছে পৌঁছতে বাধা দিচ্ছে।
৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। সেখানে প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জাতিসংঘের মতে, ইসরায়েলের নিরলস হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪