গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় উপত্যকায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩১ হাজার ১১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরো ৭২ হাজার ৭৬০ জন আহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গাজায় ৬৭ জন নিহত হয়েছেন।
এদিকে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের রমজান হবে ভিন্ন রকম রমজান। অন্য বছরের মতো এবার রমজান যাপনের সুযোগ নেই। কারণ, শত শত মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়েছে। নগর-ভবন মিসমার করা হয়েছে। তাই জীবন যাপনের অনুসঙ্গ সংকীর্ণ হয়ে এসেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলমান গাজা যুদ্ধে অন্তত ১২ হাজার ৩০০ শিশু মারা গেছে।
সূত্র : আল জাজিরা
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪