পটুয়াখালীর গলাচিপায় মহিষের শিংয়ের আঘাতে মনির হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের এ ঘটনা ঘটে।
মনির হোসেন গোলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের স্কানদার চকিদারের ছেলে।
জানা গেছে, পার্শ্ববতী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নমরহাট থেকে মনির হোসেন দুই লাখ ৪৫ হাজার টাকায় সোমবার একটি মহিষ ক্রয় করেন। মহিষটিকে মঙ্গলবার সকালে বাড়ির পাশে ঘাস খাওয়াতে নিতে যান মনির। তখন মহিষটি শিং দিয়ে এলোপাতারি আঘাত করে তাকে। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা গাজীর বন্দরে নিয়ে যায়। সেখান থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে শাখারিয়া নামক স্থানে তার মৃত্যু হয়।
গোলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪