বার্তা ডেস্ক ॥ গলাচিপার মাধ্যমিক ও প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে বই উৎসব পালিত হয়েছে। নতুন বছরে নতুন বই এর সাথে নতুন শীতের পোষাক শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গলাচিপার আটখালী মাধ্যমিক বিদ্যালয়। আটখালী মাধ্যমিক বিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। এর মধ্যে ব্যতিক্রম আয়োজন করা হয় আটখালী মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেসের সাথে মিল রেখে শীতের পোষক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের য়র প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, ফেইথ ফ্যাশন বিডি এর চেয়ারম্যান আবদুল রাজ্জাক, ইউপি চেয়ারম্যান বিশ^জিৎ রায়, ম্যানেজিং কমিটির সভাপতি দিলীপ নারায়ণ ভূইয়া। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ। যে দেশে একদিনে এত বিশাল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন, নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী নতুন বই হাতে তুলে দিয়েছেন। আর আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের একটি ব্যতিক্রমী উদ্যোগ নতুন বইয়ের সাথে শীতের পোষাক তুলে দিচ্ছেন। এজন্য ফেইথ ফ্যাশনের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে ধন্যবাদ জানাই তিনি েেযন এধরণের সমাজ কল্যাণমূলক কাজ করতে পারেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪