পটুয়াখালীর গলাচিপায় কলেজছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। রবিবার সকাল ১০টায় চরবিশ্বাস কে আলী কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিহত জিসান ডাক (১৮) ছিলেন ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও দক্ষিণ চরবিশ্বাস গ্রামের নান্নু ডাকের ছেলে।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে একই দাবিতে বিক্ষোভ হয়েছে।
মানববন্ধনে মজিবুর রহমান হাওলাদার, আবু সায়েম গাজী, হেলাল সরদার, মো. কামাল উদ্দিন, রিয়াদ হোসেন মোল্লা, মো. নিজাম উদ্দিন, রিফাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪