পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম রেন ঝি (৪০)।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে আরপিসিএল বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে সৌরবিদ্যুৎচালিত ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত কারণে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
মৃত রেন ঝি ওই বিদ্যুৎকেন্দ্রের চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান নান থং সিং জিং এর সুপারভাইজার ছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, সকালে ওই ব্যক্তি নিজেই ইজিবাইক চালাচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বরিশাল সংবাদ , বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান, বরিশালের ভাষায় কথোপকথন, বিসিবি সভাপতির বেতন কত, নাজমুল হাসান পাপনের স্ত্রীর নাম, বরিশালের মন্ত্রী, ৪৯৬ তম উপজেলা, barisal barta, গরুর জিংক সিরাপ দাম কত, মন্ত্রী সভা ২০২৪
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪