কবরস্থানে জায়গা না পেয়ে জবেদা খাতুন (৭০) নামের এক নারীকে তার ঘরের মেঝেতে দাফন করেছেন সন্তানেরা। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই নারীর মৃত্যু হয় এবং বুধবার তাকে নিজ ঘরে দাফন করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজি মদ্দি সরদার বাড়িতে।
স্থানীয়রা জানান, জবেদা খাতুনের ছেলে রফিজলের সঙ্গে তার চাচাতো ভাই রফিকের দীর্ঘদিন ধরে ভিটেবাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল।
গত মঙ্গলবার সন্ধ্যায় জবেদা খাতুন মারা গেলে তাকে রফিকের পারিবারিক কবরস্থানে দাফন করতে গেলে তারা বাধা দেন। এলাকাবাসী ও মৃতের স্বজনেরা অনুরোধ জানালেও রফিক ও তার পরিবারের সদস্যরা শোনেননি। পরে বুধবার (৩ জুলাই) তার ছেলেরা কোনো জায়গা না পেয়ে ঘরের মেঝেতে কবর খুঁড়ে তাকে দাফন করেন।
এ ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে ওই বাড়িতে ভিড় জমায় আশপাশের এলাকার মানুষজন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪