বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং ২৩ নাবিককে জিম্মি করে রাখা সোমালি জলদস্যুরা প্রথমবারের মতো মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেওয়ার আট দিন পর জলদস্যুরা বুধবার ‘তৃতীয় একটি পক্ষের মাধ্যমে’ জাহাজের মূল মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের কবির গ্রুপের সঙ্গে যোগাযোগ করে। কোম্পানিটির মিডিয়া ফোকাল মিজানুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘জলদস্যুরা প্রথমবারের মতো তৃতীয় একটি পক্ষের মাধ্যমে যোগাযোগ করেছে। তবে তারা কোনো মুক্তিপণ চায়নি। মূলত কেবল যোগাযোগ স্থাপন হলো। পরবর্তী আলোচনায় মুক্তিপণের বিষয়টি হয়তো আসবে।’
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪