এবার থানায় দেখা পাওয়া গেল রাসেলস ভাইপারের। সোমবার গভীর রাতে রাজশাহীর চারঘাট থানার বাথরুমে এই সাপের দেখা মেলে। পরে সেটিকে মেরে ফেলেন পুলিশ সদস্যরা। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার রাতে থানার ওয়াসরুমে একটি রাসেলস ভাইপারের দেখা মেলে। পরে থানার অফিসার-ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়েছে। তবে এরপর থেকে আর কোনো সাপের দেখা মেলেনি।
ওসি আরও বলেন, গত কয়েকদিন ধরে থানা চত্বরে কীটনাশক প্রয়োগ করে আগাছা পরিষ্কার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে থানা যেহেতু পদ্মা নদীর কাছাকাছি, তাই সেখান থেকেই সাপটি এসেছে। আমরা চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে নির্দেশ দিয়েছি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪