বরিশালের উজিরপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্টের ঘটনায় উপজেলার শোলক ইউনিয়ের কচুয়া গ্রামে ও শিকারপুর ইউনিয়নের জয়শ্রীতে বিদ্যুৎপৃষ্টে ভিন্ন ভিন্ন স্থানে ২ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) এ দুর্ঘটনা দুটি ঘটে। তারা হলেন- মো. আরিফ (৩০) ও মো. টোকেন মেলকার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের সামসুল হকের ছেলে মো. আরিফ (৩০) শ্বশুরবাড়ি উজিরপুরের শোলক ইউনিয়নের কচুয়া গ্রামে বেড়াতে এসে বাড়ির উঠানে টানানো কাপড় শুকানোর জিআই তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হন।
তাকে আত্মীয়-স্বজনরা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একইদিন উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের সেকেন্দার হাওলাদার বাড়িতে নলকূপ বসানো শেষে পানির মোটরের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মো. টোকেন মেলকার (২৭) এর মৃত্যু হয়। নিহত টোকন মেলকার পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর গ্রামের আব্দুল মালেক মেলকারের ছেলে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪