উপজেলার ওটরা ইউনিয়নের যোগীরকান্দা থেকে মালিকান্দা এলাকায় এসব পোস্টার পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে প্রমাণ পেয়ে প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল: বরিশালের উজিরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ মে) এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান।
উপজেলার ওটরা ইউনিয়নের যোগীরকান্দা থেকে মালিকান্দা এলাকায় এসব পোস্টার পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে প্রমাণ পেয়ে প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাৎক্ষণিক পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪