বরিশাল জেলার উজিরপুরে খোলা বাজারে আয়ুর্বেদিক ঔষধ বিক্রি করার দায়ে নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম।
শনিাবর ( ১৬ মার্চ) বেলা ১১ টায় উপজেলার রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এম এম আয়ুর্বেদিক সর্বসূদা বিভিন্ন ধরনের ঔষধ খোলা বাজারে বিক্রি করে এবং সাধারণ মানুষকে ধোকা দিয়ে ৩শত টাকা করে ৩৫ জনের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয়।
ডাঃ এর পরামর্শ ছাড়া ঔষধ বিক্রি করায় তাদেরকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। দুপুর ২টায় উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কে. এম ইশমাম ভোক্তা অধিকার আইনে অসাধু ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এদিকে খোলাবাজারে ঔষধ বিক্রি করার দায়ে প্রতারক ঔষধ ব্যবসায়ীকে নগদ ৩ হাজার টাকা জরিমানা করায় উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইশমামকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪