বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় আগুন লেগে রাম হালদার ও মধু মন্ডলের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ব্যাপক ক্ষতিসাধন হয়।
শনিবার (২৩ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু।
উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেন। এছাড়াও উপজেলা পরিষদ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান এবং বরিশাল-২ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হবে।
উল্লেখ্য- ২১ মার্চ রাত সোয়া ১২টার দিকে উজিরপুর উপজেলার হারতা বাজারের পূর্ব পাশে রমণী মাস্টার এর বাড়িতে রাম হালদার ও মধু মন্ডলের এর চৌচালা টিনের ঘরে আগুন লেগে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, রাম হালদারের রান্নাঘর হতে আগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং তা থেকেই মধু মন্ডলের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪