মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতায় আগুনে বাড়িঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ক দুই পরিবারের মাঝে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
২৫ মার্চ বেলা ১২.১৫ টায় উপজেলা পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন চেক বিতরন করেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা সহ আরো অনেকে।
উল্লেখ্য,গত ২১ মার্চ রাত ১২টার দিকে হারতা বাজারের পূর্ব পাশে রমণী মাস্টার এর বাড়িতে রাম হালদার ও প্রিয়া মন্ডলের চৌচালা টিনের ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। ভুক্তভোগী রাম হালদার ও প্রিয়া মন্ডলকে ২৫ হাজার টাকা করে দুজনের মাঝে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪