ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে অষ্টম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পশ্চিম চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে । নিহত হান্নান উত্তর কলারন দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণী ছাত্র। চরবলেশ্বর গ্রামের মোহাম্মদ আবু তালেবের ছেলে মোঃ হান্নান ফকির সকালে তাদের বোরো ধানে জগ মটার দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয় । এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । । তিনি বাবার কৃষি কাজে সাহায্যে করার জন্য প্রায় সহযোগীতা করেন। মোঃ হান্নান তার বাবার একমাত্র ভরসা
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪