পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা যায়, রোববার রাতে ইন্দুরকানী থানার এসআই মোঃ দোলেয়ার হোসেন জসিম নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চাড়াখালী এলাকার কেয়ার রাস্তা থেকে পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আঃ বারেক হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মিঠু হাওলাদার (৩০)কে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করে।
সেদীর্ঘদিন ধরে মোটরসাইকেলে যাত্রী পরিবনের পাশাপাশি মাদক ব্যবসা করে আসছে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় আটক দেখিয়ে সোমবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ৫০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসয়ীকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সোমবার মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪