বার্তা ডেস্ক ॥ তুচ্ছ ঘটনার জেরধরে জেলার গৌরনদী পৌর যুবলীগের প্রচার সম্পাদক রাসেল হাওলাদারকে (৩৫) বৃহস্পতিবার সকালে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাসেল হাওলাদার অভিযোগ করে বলেন, চাঁদশী ইউপি সদস্য মিলন হাওলাদারের সাথে তার যৌথভাবে পানের ব্যবসা রয়েছে। বৃহস্পতিবার সকালে ইউপি সদস্য মিলন তাকে (রাসেল) কসবা এলাকায় ডেকে নিয়ে পান ক্রয়ের জন্য আড়তে যেতে বলেন। তিনি আড়তে পান ক্রয় করতে যেতে অস্বীকৃতি জানালে মিলন ও তার ভাই রাশেদ হাওলাদার যুবলীগ নেতা রাসেলকে পিটিয়ে গুরুত্বর আহত করে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪