বার্তা ডেস্ক ॥ রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে আর মাত্র একবার সামরিক সহায়তা দিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, নতুন করে সহায়তা প্যাকেজের জন্য কংগ্রেসের ওপর নির্ভর করতে হবে।
ইউক্রেনসহ বিদেশে সামরিক সহায়তা পাঠাতে আরও ৬ হাজার কোটি ডলারের তহবিলের জন্য কংগ্রেসের অনুমোদনের চেষ্টা চালাচ্ছে বাইডেন প্রশাসন। এর মধ্যে ইসরাইলের জন্য সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান দুই দলের রাজনীতিকেরাই এই তহবিলকে সমর্থন করছেন।
সর্বশেষ সহায়তা প্যাকেজ চলতি মাসের শেষেই ঘোষণা করা হবে জানিয়ে কারবি বলেন, বাইডেন প্রশাসনের পক্ষে আর সহায়তা দেওয়া সম্ভব হবে না। এরপর সিদ্ধান্ত নেবে কংগ্রেস।
তিনি বলেন, ইউক্রেনের এখনো আমাদের সহায়তা প্রয়োজন। এ মুহূর্তে কংগ্রেসের উচিত স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো এবং আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করা।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪