আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সহকারী একান্ত সচিব ফকরুল মজিদ কিরন ও ব্যক্তিগত সহকারী শাওন খানসহ ৯৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমীন লেলিন মুক্তা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলাটি দায়ের করেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।
মামলায় সাবেক পি পি আব্দুল মান্নান রসুল, এপিপি অ্যাড. মো. মোস্তাফিজুর রহমান মনু, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা আ.লীগের সহসাংগঠনিক সম্পাদক ও যুব মহিলালীগের সভানেত্রী শারমিন মৌসুমি (কেকা), সাবেক উপজেলা ভাইস ইসরাত জাহান সোনালীকেও আসামি করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পণ্ড ও মিছিল মিটিং বাধাগ্রস্ত এবং বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র লোহার রড, জিআই পাইপ, হকিস্টিক, হাতুড়ি, রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতিসহ ককটেল বোমা নিয়ে অতর্কিত হামলা ও বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় বাদী তিন মাসের অন্তঃসত্ত্বা থাকায় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আসামিরা একত্রিত হয়ে তার ওপর নির্যাতন চালায়। আসামিদের নির্যাতনে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।
ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় ৯৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪