বেসরকারী সংস্থা এন,এস,এস ও ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি এর উদ্যেেেগ সোমবার বেলা ১১ টায় লোকজ রিসোর্স সেন্টার ও ফুড কর্নার মিলনয়তনে শিশু সুরক্ষা,বাল্য বিবাহ,শিশু শ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন,এস,এর নির্বাহী পরিচালক এড্ শাহাবুদ্দিন পান্না। এন,এস,এস এর প্রোগ্রাম অপারেশন ডিরকেটর জহিরুল ইসলাম এর সভাপতিত্বে আনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি যায়যায়দিন পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মো: রেজাউল করিম, আমতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড্ নুহুউল আলম নবীন,ইউ,পি সদস্য জালাল উদ্দিন খান ।
বক্তব্য রাখেন এন,এস,্এস এর সি,ডি,ও খোকন দাস ,ভিডিসি এর সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম ,ইয়থ ফোরামের সদস্য নাহিদা মিস্টি,মিঠু, মাকসুদা প্রমুখ।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪