বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদীপ গ্রামের রাকিব বেপারির (২১) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সাড়ে চার মাস পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কবরস্থান থেকে মরদেহ তোলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ উর রহমানের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির ইন্সপেক্টর মো. জয়নাল আবেদীন, বানারীপাড়া থানার উপপরিদর্শক মো. নুরুল ইসলাম ও শফিকুল ইসলামের উপস্থিতিতে কবর খুঁড়ে রাকিবের মরদেহ তুলে বরিশাল শেবাচিম হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ ফের দাফন করা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির ইন্সপেক্টর মো. জয়নাল আবেদীন বলেন, রাকিবের মৃত্যুর কারণ উদ্ঘাটনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হচ্ছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪