স্টাফ রিপোর্টার : আজ ২২শে জানুয়ারী তরুণ সাংবাদিক এইচ আর হীরা’র শুভ জন্মদিন। এই দিনে তিনি বরিশাল নগরীর ২২নং ওয়ার্ড জিয়া সড়ক এলাকায় তার পিতা-মাতার ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করেন। এইচ আর হীরা বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন সংবাদ পোর্টাল দৈনিক খবর বরিশাল ২৪ ডট কম পত্রিকার স্বত্বাধিকারী। তিনি বরিশালের জনপ্রিয় দৈনিক আজকাল পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে তার সাংবাদিকতা শুরু হয়। পরে বরিশালের বেশ কয়েকটি আঞ্চলিক দৈনিক পত্রিকায় কাজ করেছেন তিনি। এছাড়াও তিনি বেসরকারি টিভি চ্যানেল আনন্দ টিভির বরিশালের ক্যামেরাপার্সন হিসেবে কাজ করেছেন।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান এবং দৈনিক হিরন্ময় পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।
এইচ আর হীরা বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম বরিশাল তরুন সংঘের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য সহ বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করছেন। এদিকে সাংবাদিক এইচ আর হীরা’র জন্মদিন উপলক্ষে তার জন্মদিন উপলক্ষে সহকর্মী,বন্ধুমহল ও স্বজনরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সাংবাদিক এইচ আর হীরা জানান, রাত থেকে ভালো লাগছে অনেক,প্রতি বছরের ন্যায় এ বছরেও প্রথম শুভেচ্ছা পেয়েছি পরিবারের পক্ষ থেকে। পরবর্তীতে আমার কাছের দূরের এত এত মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, সবার শুভেচ্ছার উত্তর দেয়ার চেষ্টা করছি। এইচ আর হীরা সকলের কাছে দোয়া চেয়েছেন। যাতে করে বাকিটা জীবন সকলের মাঝে সত্যতার সাথে বেচে থাকতে পারেন। তার এই জন্মদিনে আমাদের পত্রিকার পরিবারের পক্ষ থেকে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪