বার্তা ডেস্ক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিব্বুর রহমান আচরণবিধি লঙ্গল করে মিছিল ও সভা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত রাঙ্গাবালী আওয়ামী লীগ কার্যালয় হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় মিছিলের সামনে থেকে হাত উচিঁয়ে নেতৃত্ব দেন এমপি মহিব্বুর রহমান। এর আগে বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে ওই কার্যালয়ে বর্ধিত সভা করেন তিনি।
জানা গেছে, প্রতীক বরাদ্দের আগে সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ ও এর সংশোধনী (২০১৩) অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌ-যান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন নিয়ে মিছিল করা যাবে না কিংবা কোনো শোডাউন করা যাবে না।
এ বিষয়ে জানতে মহিব্বুর রহমানের সাথে যোগাযোগের জন্য মুঠোফোনে একাধিকার কল করেও সাড়া পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন, ‘দলীয় নেতাকর্মীদের ডেকে আচরণবিধির বিষয়ে সতর্ক করে দিয়েছি।’
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪