বরিশালের আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।
জেলা জাতীয় পার্টির আহবায়ক আবদুল জলিলের কাছে গত ৫ মার্চ এক আবেদনে আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতিসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।
আজ সোমবার বিষয়টি জানাজানি হয়। লিখিত আবেদনে শারীরিক অসুস্থতার কার দেখিয়ে পদত্যাগ করার কথা উল্লেখ করেন সিরাজুল হক।
এ বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সরদার হারুন রানা বলেন, উপজেলা জাতীয় পাটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে জেলা জাতীয় পার্টি আহ্বায়কের কাছে আবেদন করেছেন। উপজেলা জাতীয় পার্টির সভা করে তাকে দ্রুতই দল থেকে অবহ্যতি দেয়া হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪