হোমজাতীয়২৫ জেলায় নতুন ডিসি, বঞ্চিতরা অসন্তুষ্ট-ক্ষুব্ধ

২৫ জেলায় নতুন ডিসি, বঞ্চিতরা অসন্তুষ্ট-ক্ষুব্ধ

দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ আদেশ জারি করা হয়। এর আগে গত ২০ আগস্ট এসব জেলার ডিসি প্রত্যাহার করা হয়েছিল।
জেলাগুলো হলো– ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর।

এ দফায় ডিসি নিয়োগেও ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের ছায়া পড়েছে বলে অভিযোগ করেছেন প্রশাসন ক্যাডারের ২৪, ২৫ ও ২৭ ব্যাচের বঞ্চিত কর্মকর্তারা। তারা বলেন, যারা বিগত দিনে পদোন্নতিবঞ্চিত, ডিসির ফিটলিস্টে বঞ্চিত ও গুরুত্বহীন পদে পদায়ন পেয়ে হতাশায় দিন কাটিয়েছেন, তারা এবারও জেলা প্রশাসক হতে পারেননি। বরং আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী সচিবদের একান্ত সচিব (পিএস) পদে থাকা, ছাত্রজীবনে ছাত্রলীগ করা, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাপটের সঙ্গে চাকরি করা অনেকে ডিসি হয়েছেন। পুরো চাকরি জীবনে দুর্নীতিগ্রস্ত হিসেবে পরিচিত এক কর্মকর্তাও ডিসি পদে এবার পদায়ন পেয়েছেন। ফেনীর আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যার ঘটনা ধামাচাপা দিতে ‌নাটক সাজানোর দায়ে অভিযুক্ত ফেনীর তৎকালীন এডিসি পদে থাকা ব্যক্তিকেও এবার গুরুত্বপূর্ণ একটি বিভাগীয় সদরে জেলা প্রশাসক করা হয়েছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংযুক্ত উপসচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্যাকে ফরিদপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিমকে সিলেট, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. ফরিদুর রহমানকে হবিগঞ্জ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মুফিদুল আলমকে ময়মনসিংহ, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমানকে শেরপুর, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামকে কুষ্টিয়া, দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আব্দুল আওয়ালকে ঝিনাইদহ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব অহিদুল ইসলামকে মাগুরা, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সালকে রংপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধা ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আব্দুল আউয়ালকে নওগাঁর জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজিব কুমার সরকার নাটোর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মফিজুল ইসলাম পাবনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজা বগুড়া, বঙ্গবন্ধু হাইটেক সিটি-২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের পরিচালক মো. সাইদুজ্জামান জয়পুরহাট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সালাহউদ্দিন কক্সবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ফরিদা খানম চট্টগ্রাম, মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত উপসচিব ইসতিয়াক আহমেদ নোয়াখালী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন চাঁদপুর, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফীন গাজীপুর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিরুল কায়সার কুমিল্লা, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন মৌলভীবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম খুলনা এবং হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জের ডিসি হয়েছেন।
সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ‌৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালান। এর পর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রদবদল আনছে। এরই ধারাবাহিকতায় ২৫ ডিসির পদায়ন হলো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular