
বার্তা ডেস্ক ॥ শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলার গৌরনদী উপজেলার ১৩৫ শহীদের বধ্যভূমিতে বৃহস্পতিবার সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল নয়টায় বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের মরার ভিটা নামক এলাকার ১৩৫ শহীদের বধ্যভূমিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সর্বস্তরের জনতা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরদার, দক্ষিণাঞ্চলের প্রথম সম্মুখযুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হাশেমের ছেলে সৈয়দ জাহিদুল ইসলাম মিলনসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।