শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৮

সাম্য হত্যার প্রতিবাদে বিএম কলেজে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন

সাম্য হত্যার প্রতিবাদে বিএম কলেজে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন

dynamic-sidebar

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল (সংশোধিত)ের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিএম কলেজের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সড়কে অবস্থান নিয়ে হত্যার তীব্র প্রতিবাদ জানায় এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বক্তারা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি প্রমাণ করে, বর্তমান সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে নষ্ট হয়ে গেছে।”

বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক বাবর খালেদ বলেন, “আমরা সরকারের কাছে দাবী জানাই, অবিলম্বে সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নতুবা ছাত্রদল বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রাজপথে জবাব দেবে।”

কর্মসূচিতে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net