বরিশাল (সংশোধিত)ের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেছা আফরোজকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ডিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
সূত্র জানায়, তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে আটক করা হলেও, এখনও কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে—তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
পুলিশের এক কর্মকর্তা জানান, “সাবেক এমপি জেবুন্নেছা আফরোজের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে বর্তমানে হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।”
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, তারা বিষয়টি শুনেছেন তবে বিস্তারিত জানেন না। দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলেও জানান তারা।
উল্লেখ্য, জেবুন্নেছা আফরোজ ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল (সংশোধিত)-৪ (হিজলা-মুলাদী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply