হোমঅর্থনীতিসহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ভোলায় বহিষ্কার ৪৯, আটক ২২

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ভোলায় বহিষ্কার ৪৯, আটক ২২

বার্তা ডেস্ক ॥ ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ব্যবহারের দায়ে ২২ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২৭ জনকে পরীক্ষা শুরুতেই ডিভাইস পাওয়ায় বহিষ্কার করেন বিভিন্ন কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকরা।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির। এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভোলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও বিভিন্ন কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার সময় তাদের আটক করেন।

জানা গেছে, শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে আটক পরীক্ষার্থীরা অভিনব কায়দায় আধুনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সরবরাহ করেন। এরপর বাইরে থেকে উত্তর সরবরাহের মাধ্যমে তারা পরীক্ষা দেন।

আটককৃতরা হলেন- সাইফুল ইসলাম (চরফ্যাশন), আব্দুল্লাহ আল মানুন (ভোলা), জাকির হোসেন (বোরহানউদ্দিন), আলাউদ্দিন (লালমোহন), পলাশ চন্দ্র (লালমোহন), হাজেরা বিবি (দৌলতখান), আকলিমা বেগম (তজুমদ্দিন), নাজরিন সুলতানা (বোরহানউদ্দিন), আছমা (বোরহানউদ্দিন), খাদিজা খানম মৌসুমী (বোরহানউদ্দিন), সুলতানা রাজিয়া (চরফ্যাশন), খাদিজা বেগম (লালমোহন), কামরুল হাসান (চরফ্যাশন), তানজিন (বোরহানউদ্দিন), ইমাম হোসেন (চরফ্যাশন)-সহ আরো অনেকেই।

ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির জানান, প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১২ জন ছেলে ও ১০ জন মেয়ে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular