শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৪

সরকারি কম্বল আত্মসাৎ মামলায় সাবেক এমপি কাজী কানিজ ও দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি কম্বল আত্মসাৎ মামলায় সাবেক এমপি কাজী কানিজ ও দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

dynamic-sidebar

সরকারি ত্রাণের কম্বল আত্মসাতের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা এবং তাঁর দুই ছেলে মো. মাহিন হোসেন (৩৩) ও মো. তাজ হোসেন তালুকদারের (২৮) দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

গতকাল বুধবার (১৪ মে) পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহমেদ এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল আলম ওই তিনজনের দেশত্যাগ ঠেকাতে আদালতে আবেদন করেন।

এসআই খায়রুল জানান, গত ১০ ফেব্রুয়ারি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর পটুয়াখালী জেলার সংগঠক রিফায়েত কবির খান বিশেষ ক্ষমতা আইনে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সরকারি কম্বল আত্মসাতের অভিযোগ আনা হয় সাবেক এমপি কাজী কানিজ ও তার দুই পুত্রের বিরুদ্ধে।

আদালতের আদেশে বলা হয়, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ (১) ধারার অভিযোগ রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং ২৮ মে’র মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এ অবস্থায় আসামিরা দেশ ত্যাগ করলে তদন্তে জটিলতা দেখা দিতে পারে।

তাই আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আসামিদের আকাশপথ, স্থলপথ ও নৌপথে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। আদেশের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর, স্পেশাল ব্রাঞ্চ, পটুয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কাজী কানিজ সুলতানা একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৯-এর সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পটুয়াখালী জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই বিষয়ে কাজী কানিজ সুলতানার প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net