
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এক মাদ্রাসায় পড়ুয়া দশম শ্রেণির কিশোরীকে ধর্ষণ মামলার আসামি রায়হান মল্লিককে (২০) গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়িয়া এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত মো. মোস্তফা।
এর আগে বৃহস্পতিবার ‘বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে কিশোরী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যম।
মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী মাদ্রাসায় আসা-যাওয়ার পথে আনিস মল্লিকের পুত্র রায়হান মল্লিক বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাবসহ প্রেমের প্রস্তাব দেয়। সে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রায়হান আরো ক্ষিপ্ত হয়।
কিশোরীর মা ১৬ জুন রাতে তাকে বাড়িতে রেখে বাবার বাড়িতে চলে যান। বাড়িতে একা থাকার সুবাদে রায়হান মল্লিক ১৮ জুন রাত আনুমানিক সাড়ে ১০টার সময় কিশোরী ঘুমন্ত থাকা অবস্থায় ঘরের পেছনের দরজা খুলে ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার ডাক-চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এলে ধর্ষক রায়হান দৌড়ে পালিয়ে যায়। পরে ধর্ষিতা কিশোরী বুধবার (১৯ জুন) রায়হান মল্লিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (২০ জুন) ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আফজাল হোসেন জানান, দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ধর্ষক রায়হান মল্লিককে গ্রেপ্তার করেছে।