
বেতাগী থানায় মামলা সূত্র জানায়, বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিবু বসুর বড় ছেলে শুভ বসুর স্ত্রী জ্যোতি মৃধা (২৬) তার শাশুড়ি রিতা রানী বসুকে শারীরিক নির্যাতন করে ঘর থেকে বের করে দেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, শাশুড়ি নির্যাতনের ঘটনায় বেতাগী থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলার চারজন আসামির মধ্যে প্রধান আসামি জ্যোতি মৃধা ও তার স্বামী শুভ বসুকে পুলিশ আটক করেছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।