হোমসারাদেশশাশুড়িকে নির্যাতনকারী সেই গৃহবধূ আটক

শাশুড়িকে নির্যাতনকারী সেই গৃহবধূ আটক

বরগুনার বেতাগীতে এক বৃদ্ধাকে নির্যাতনের প্রধান আসামি জ্যোতি মৃধা এবং তার স্বামী শুভ বসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে রিতা রাণী বসুকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসাধীন রয়েছেন।

বেতাগী থানায় মামলা সূত্র জানায়, বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিবু বসুর বড় ছেলে শুভ বসুর স্ত্রী জ্যোতি মৃধা (২৬) তার শাশুড়ি রিতা রানী বসুকে শারীরিক নির্যাতন করে ঘর থেকে বের করে দেন।

এ বিষয় ভুক্তভোগির ছোট ছেলে শোভন বসু বৃহস্পতিবার চারজনকে আসামি করে বেতাগী থানায় মামলা করেন। আসামিরা হলেন- পুত্রবধূ জ্যোতি মৃধা, তার স্বামী শুভ বসু, জ্যোতি মৃধার মা নীলা রানী মৃধা এবং বাবা সুভাষ মৃধা।ভুক্তভোগির ছোট ছেলে শোভন বসু বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার মা রিতা রানী বসুকে নির্যাতন করতেন আমার বড় ভাইয়ের স্ত্রী জ্যোতি মৃধা। ঘটনার পরের দিন চারজনকে আসামি করে বেতাগী থানায় মামলা দায়ের করি এবং উপযুক্ত বিচারের দাবি জানাই।

মামলার বিবরণ এবং বেতাগী থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পুত্রবধূ জ্যোতি মৃধা তার শাশুড়িকে বেধড়ক মারধর করে ঘর থেকে বের করে দেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রিতা রাণী বসু নিজেই নির্যাতনের অভিযোগ তোলেন জ্যোতির বিরুদ্ধে। প্রতিবেশী একাধিক ব্যাক্তি অভিযোগ করে বলেন, এর আগেও ভুক্তভোগী রিতা রাণী বসুর গায়ে আঘাতের চিহ্ন দেখতে পায়।

এ বিষয় নিয়ে অভিযুক্ত জ্যোতি মৃধার কাছে জানতে একাধিকবার ফোন করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, শাশুড়ি নির্যাতনের ঘটনায় বেতাগী থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলার চারজন আসামির মধ্যে প্রধান আসামি জ্যোতি মৃধা ও তার স্বামী শুভ বসুকে পুলিশ আটক করেছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular