হোমবরিশালরিডিং রুমের বারান্দায় ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

রিডিং রুমের বারান্দায় ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) হলের রিডিং রুমের বারান্দায় আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ ঘটনা ঘটে। আত্মহননের শিকার শিক্ষার্থী শিফক নূর ইবাদির বাড়ি পটুয়াখালী জেলায়।

তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী এবং একটি গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন৷

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বলেন, আত্মহত্যার শিকার শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং বেদনার। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল বলেন, আমরা ঘটনাটি শুনে সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়েছিলাম। মেয়েটি কেন এমন সিদ্ধান্ত নিলো বা ঘটনার পেছনে অন্য কিছু আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular