শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৪

যে যায় লঙ্কায় সেই হয় রাবণ: মেজর (অব.) হাফিজ

যে যায় লঙ্কায় সেই হয় রাবণ: মেজর (অব.) হাফিজ

dynamic-sidebar

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে যে যায় লঙ্কায়, সেই রাবণের ভূমিকায় অবতীর্ণ হয়। যেই গণতন্ত্রের জন্য একাত্তরে আমরা যুদ্ধ করেছি, যেই গণতন্ত্রের জন্য চব্বিশে গণ-অভ্যুত্থান হলো, সেই গণতন্ত্র নিয়ে বর্তমান সরকার কোনো কথা বলছে না। বোঝা যাচ্ছে, তারা নির্বাচন দিচ্ছে না। গণতন্ত্র ক্রমেই সুদূরপরাহত মনে হচ্ছে।

শুক্রবার ভোলার লালমোহনে বাজার ব্যবসায়ীদের সঙ্গে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। লালমোহন উপজেলা বিএনপির আয়োজনে সভাটি হয়।

মেজর (অব.) হাফিজ বলেন, আমরা সবাই, সব দল সমর্থন দিয়ে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার বসিয়ে দিয়েছি ড. ইউনূসের নেতৃত্বে। আশা করেছি দ্রুত তারা একটি নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। যেই ভোটাধিকার থেকে মানুষ ১৭ বছর বঞ্চিত ছিল, তারা সেই ভোটাধিকার ফিরে পাবে। কিন্তু সেই গণতন্ত্রের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না।

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, একদল লোক, যাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, জনগণের জন্য কোনোদিন কোনো ত্যাগ স্বীকার করেনি। আজ তারা কেউ এটা-সেটা হয়ে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য অবতীর্ণ হয়েছে।

লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো এবং উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net