শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪২

মিরপুরে পরকীয়ার জেরে বরগুনার দম্পতি খুন, ঘাতক আটক

মিরপুরে পরকীয়ার জেরে বরগুনার দম্পতি খুন, ঘাতক আটক

dynamic-sidebar

ঢাকার মিরপুর ১১ নম্বরে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) দুপুরে মিরপুর ১১ নম্বর সেকশনের ‘সি’ ব্লকের মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বহুতল ভবনের ৩৫ নম্বর ফ্ল্যাটের পঞ্চম তলায় এক দম্পতিকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই ঘাতককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতরা হলেন মো. পাপ্পু (৩১) এবং তার স্ত্রী দোলন দোলা (২৯)। পাপ্পু বরগুনার বামনা উপজেলার উত্তর কাকচিড়া এলাকার বাসিন্দা এবং তিনি জেনারেল ফার্মা নামের একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার স্ত্রী দোলন দোলা এলএলবি পাস করে ঢাকায় ইন্টার্নশিপ করছিলেন। তারা মিরপুরে একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ঘাতকের নাম গাউস মিয়া (৩৫)। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিনাথপুরে। তিনি পল্লবী এলাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাউস মিয়া দাবি করেছেন, নিহত দোলনের সঙ্গে তার পূর্ব থেকে ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং খালাতো ভাই পরিচয়ে ওই বাসায় যাতায়াত করতেন। এই সম্পর্ক থেকেই দ্বন্দ্বের সূত্রপাত হয় এবং একপর্যায়ে তা ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নেয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, “গাউস মিয়া ছুরি হাতে ফ্ল্যাটে প্রবেশ করেন। পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া বিষয়টি দেখতে পান এবং কিছুক্ষণ পর দম্পতির চিৎকার শুনে বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন এবং পুলিশে খবর দেন।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় দম্পতির মরদেহ উদ্ধার করে এবং ঘাতক গাউস মিয়াকে গ্রেপ্তার করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সালেহ মুহাম্মদ জাকারিয়া বলেন, “এটি পরকীয়াজনিত বিরোধ থেকে ঘটেছে বলে আমাদের প্রাথমিক তদন্তে জানা গেছে।”

পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net